অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-ভারত ইন্টারনেট চুক্তি


ভারতকে ইন্টারনেট সুবিধা দেবে বাংলাদেশ
ভারতকে ইন্টারনেট সুবিধা দেবে বাংলাদেশ

খুব শিগগিরই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বাংলাদেশ থেকে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। আন্তর্জাতিক গেইটওয়ের মাধ্যমে বাংলাদেশের প্রাপ্ত উচ্চগতির ইন্টারনেট সুবিধা বাংলাদেশের কক্সবাজার থেকে আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরায় যাবে।

ইন্টারনেট সংযোগের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় একটি গেইটওয়ে স্থাপন করা হবে এবং এরই মধ্যে তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়ে গেছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। বাংলাদেশ রাষ্ট্রীয় মালিকানাধীণ সাবমেরিন কেবল কোম্পানীর সাথে ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীণ টেলিযোগাযোগ কোম্পানীর মধ্যেকার চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো চেন্নাই থেকে কলকাতা হয়ে ইন্টারনেট সুবিধা পেয়ে আসছে।

ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। আগামী বছর অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারী নাগাদ ইন্টারনেট সংযোগ কাজ সম্পন্ন হবে।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG