বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং ভারতের সমুদ্রসীমায় দুই দেশের নৌবাহিনী নিয়মিত যৌথ টহল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথমবারের মতো ৬দিন ব্যাপী উদ্বোধনী এই যৌথ টহলে দুই দেশের দুটো করে অর্থাৎ ৪টি যুদ্ধ জাহাজ এবং একটি করে টহল বিমান অংশ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশের নৌবাহিনী প্রধান টহল শুরুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন বলে ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই দেশের এই যৌথ টহল বঙ্গোপসাগরে অবৈধ মৎস্য আহরণ, জলদস্যুতা ও সন্ত্রাসবাদ, মানব ও মাদক পাচার, চোরাচালান মোকাবেলা এবং নিজ নিজ সমুদ্রসীমায় সমুদ্রবিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজ চিহ্নিতকরণ, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, এ সম্পর্কিত ঝুকি মোকাবেলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে। ২০১৭ সালের ৯ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর এর আলোকেই এই যৌথ টহল শুরু হয়েছে বলে বলা হয়েছে।
ঢাকা থেকে আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।