ভারত-বাংলাদেশ নৌ ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় বাংলাদেশের নৌপথ, নদী বন্দর এবং সড়ক ব্যাবহার করে বৃহস্পতিবার থেকে ভারত তার পণ্য কলকাতা থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলা পর্যন্ত পরিবহন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ।
আশুগঞ্জ নদী বন্দরে ভারত থেকে আসা এক হাজার টন রড বোঝাই এমভি নিউটেক ৬ নামের কার্গো জাহাজের মালামাল খালাসের মধ্য দিয়ে চুক্তির কার্যক্রম শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন নৌ ট্রান্সশিপমেন্ট এর জন্য বাংলাদেশকে টন প্রতি নির্ধারিত ফি পরিশোধ করবে ভারত।
উত্তর পূর্ব ভারত হয়ে কোলকাতা থেকে আগরতলায় পণ্য পরিবহনে পাড়ি দিতে হয় ১ হাজার ৬৫০ কিলোমিটার পথ। তবে এই পণ্য বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহার করলে অতিক্রম করতে হবে মাত্র ৩৫০ কিলোমিটার পথ।
ট্রান্সশিপমেন্ট এর উদ্বোধন করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান শাজাহান খান বলেন এর ফলে বাংলাদেশ আর্থিক ভাবে লাভবান হবে ।
উদ্বোধনি অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।