অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ধর্মঘটের ফলে স্বাভাবিক ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে


An Indian woman, who had come to deposit money, argues with a bank officer in New Delhi, India, Dec. 29, 2016. On Nov. 8, India yanked most of its currency bills from circulation, delivering a jolt to the country’s high-performing economy.
An Indian woman, who had come to deposit money, argues with a bank officer in New Delhi, India, Dec. 29, 2016. On Nov. 8, India yanked most of its currency bills from circulation, delivering a jolt to the country’s high-performing economy.

আজ ভারতে গোটা দেশজুড়ে ধর্মঘটের ফলে স্বাভাবিক ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।
দেশে নোট বাতিলেরসিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এই অভিযোগেআজ মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ডাক দেয় ব্যাঙ্ক কর্মচারীদের নয় টি সংগঠন। ফলস্বরূপ, এদিন সব রাজ্যেই কার্যত স্তব্ধ হয়ে পড়ে ব্যাঙ্কিং পরিষেবা। বন্ধ ছিল এটিএম পরিষেবাও।অন্যান্য রাজ্যের মত আজ পশ্চিমবঙ্গেও প্রভাব পড়ে ব্যাঙ্ক ধর্মঘটের। সরকারি বা বেসরকারি, দেশী বা বিদেশি—সব ব্যাঙ্কের দরজা বন্ধ ছিল। শাটার নামানো ছিল সব এটিএমগুলিতেও। রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দফতর খোলা থাকলেও, অন্য ব্যাঙ্ক বন্ধ থাকায় চেক ক্লিয়ারিং হয়নি।ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার অভিযোগ, নোট বাতিলের জেরে ঋণ আদায়ের ক্ষেত্রে প্রভাব পড়েছে। নোট বাতিলের সময় ব্যাঙ্ক কর্মীদের অতিরিক্ত কাজ করতে হয়েছে। কিন্তু তার জন্য কোনও সুযোগ সুবিধা দেওয়া হয়নি।তাদের আরও দাবি, কেন্দ্রীয় বাজেটে কালো টাকা উদ্ধার নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। নোট বাতিলের ঘোষণার সময় বলা হয়েছিল, এর ফলে জঙ্গি কার্যকলাপ কমবে। কিন্তু, বাস্তবে এমনটা হয়নি বলে অভিযোগ ব্যাঙ্ক এমপ্লোয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার।
এ সম্পর্কে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00


XS
SM
MD
LG