অ্যাকসেসিবিলিটি লিংক

'কোহিনুর' ভারতে ফিরিয়ে আনতে রানীর বিরুদ্ধে মামলা!


সেই ১৮৫০ সালে ভারতের বৃটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি জগদ্বিখ্যাত কোহিনুর হিরেটি বৃটেনে পাঠিয়ে দেন। তথন থেকে ওটি রয়ে গেছে বৃটিশ রাজা-রানির মুকুটে। কিন্তু এখন ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি যখন বৃটেন সফরে, তখন ওখানকার কয়েকজন ভারতীয় ব্যবসায়ী মামলা দায়ের করতে চলেছেন ওই কোহিনুর ভারতে ফিরিয়ে আনবার দাবিতে।

কেননা, ওটি কয়েক শতাব্দী আগে অন্ধ্র প্রদেশের কোলুর খনি থেকে পাওয়া যায়। তারপর নানা হাত ঘুরে কোহিনুর চলে আসে দিল্লির বাদশাদের হাতে। আবার, নাদির শাহের ভারত আক্রমণের সুবাদে কোহিনুর কিছু দিনের জন্য ইরানও ঘুরে এসেছে। শেষ পর্যন্ত লর্ড ডালহৌসির দৌলতে কোহিনুর গত ১৬৫ বছর ধরে লন্ডনে। বৃটিশ প্রধানমন্ত্রি ডেভিড ক্যামেরন অবশ্য বলেছেন, কোহিনুর ফেরত দেওয়া সম্ভবও নয়, বাঞ্ছনীয়ও নয়। কাজেই এই মামলার ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হবে কোহিনুরের আশায়।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG