অ্যাকসেসিবিলিটি লিংক

বিলকিস বানোকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট


India-Bilkis banu
India-Bilkis banu

গুজরাতের গোধরা পরবর্তী দাঙ্গায় সর্বস্ব হারানো বিলকিস বানোকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গুজরাতে ২০০২ সালে গোধরার ঘটনার পর গোটা রাজ্যের মুসলমানদের ওপর যে আক্রমণ চলেছিল, বিলকিস বানো ছিলেন তার শিকার। আহমেদাবাদের কাছে তাঁর গ্রামের বাড়িতে হানা দিয়ে দাঙ্গাবাজরা তাঁর শিশু কন্যা সহ পরিবারের ১৪ জনকে খুন করে। তার ওপর দুষ্কৃতীরা তাঁকে গণধর্ষণ করে মারা গিয়েছেন ভেবে ফেলে রেখে যায়। তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। ২০০৮ সালে তাঁর ধর্ষকদের এগারো জনের জেল হলেও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তার পরে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে শেষ পর্যন্ত বিলকিস বানো ন্যায় বিচার পেলেন। সুপ্রিম কোর্টকে গুজরাত সরকার জানিয়েছে, ওই পুলিশ অফিসারদের বেতন ও অবসর ভাতা আটকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সরকারকে বলেছে, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ছাড়াও বিলকিস বানোকে চাকরি আর থাকার জায়গা দিতে হবে।

কলকাতা সংবাদদাতা দিপঙ্ককর চক্রবর্তীর প্রতিবেদন।

XS
SM
MD
LG