ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বছরে ২০ লক্ষ গরু বাংলাদেশে বেআইনি ভাবে রপ্তানি হয় বলে হিসেব ভারতের সীমান্তরক্ষা বাহিনি, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এর। কেন্দ্রের বিজেপি সরকার অবশ্য নীতিগত ভাবে গোহত্যার বিরোধী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং বিএসএফ-কে বলে দিয়েছেন, বাংলাদেশে গরু পাচার পুরোপুরি বন্ধ করতে হবে। কিন্তু বিএসএফ-এর নিজস্ব ম্যাগাজিনে তাদের ডিআইজি (ইন্টালিজেম্স) এস পি তিওয়ারি লিখেছেন, সরকার বাস্তবসম্মত নীতি নিয়ে বাংলাদেশে গরু রপ্তানি আইনসঙ্গত করে দিক। সব বুড়ো গরুই দেশের মধ্যে বাঁচিয়ে রাখতে গেলে তা অবাস্তব কঠিন দায় হয়ে দাঁড়াবে। তার চেয়ে বাংলাদেশে যখন গো-মাংসের বিপুল চাহিদা রয়েছে, সেই চাহিদা মেটাতে চলছে ব্যাপক চোরা চালান, গরু রপ্তানি আইনসঙ্গত করে দেওয়াই বাস্তব সম্মত হবে।
ওদিকে গরু পাচার আটকাতে গিয়ে বিএসএফ আর পাচারকারিদের মধ্যে নিত্যই সংঘর্ষ লেগে রয়েছে।