অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ভূটান চীন সীমান্তে ডোকলামে রাস্তা তৈরি নিয়ে ফের ভারতের বিরুদ্ধে সরব হয়েছে চিন


ভারত ভূটান চীন সীমান্তে ডোকলামে রাস্তা তৈরি নিয়ে ভুটানের আপত্তিকে সমর্থন করায় ফের ভারতের বিরুদ্ধে সরব হয়েছে চিন। সীমান্ত বিরোধ মেটাতে গেলে ভারতকে সিকিম থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছে চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়া। ডোকলাম নিয়ে ভারতের দাবি খারিজ করে জিনহুয়ার বক্তব্য, আঠেরোশো নব্বই সালে ব্রিটিশ-চিন চুক্তিতেই সিকিমের সীমান্ত নির্ধারণ করা হয়েছিল। স্বাধীনতার পর ভারত সরকার একাধিকবার লিখিতভাবে জানিয়ে দিয়েছিল, সিকিমের সীমান্ত নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু এখন ভারতের সেনাবাহিনী ডোকলামে রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় দু দেশের সম্পর্ক তিক্ততায় পৌছেছে।

ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, দুহাজার বারো সালে শ্রেণিবিন্যাস অনুযায়ী সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে একমত হয়েছিল ভারত ও চিন। সীমানা চূড়ান্ত করার বিষয়ে আলোচনাও শুরু হয়েছিল। তবে জিনহুয়া বিদেশ মন্ত্রকের এই বক্তব্যের বিরোধিতা করে দাবি করেছে, ভারতীয় সেনাবাহিনীই ঐতিহাসিক চুক্তি লঙ্ঘন করেছে। চিনের বিদেশ মন্ত্রক দুটি ছবি এবং মানচিত্র প্রকাশ করে দেখিয়ে দিয়েছে, ভারতীয় সেনাবাহিনী ডোকলামে চিনের সীমান্তে অনুপ্রবেশ করেছে।এর আগেও ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছিল জিনহুয়া। চিনা সংবাদমাধ্যম দাবি করেছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে ভারতের উদ্বেগের কোনও কারণ নেই।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG