ভারতীয় ভূখণ্ডে ফের অনধিকার প্রবেশ করল চীনা সেনা। এবার অনুপ্রবেশের ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। প্রায় ঘণ্টাখানেক তারা ওই এলাকায় ছিল বলে সংবাদ সংস্থার খবর। শুধু তাই নয়, চীনা হেলিকপ্টারও ভারতীয় আকাশসীমা অতিক্রম করে পাঁচ মিনিটের বেশি উড়েছিল। গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন উত্তরা খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই রাজ্যের কাছে এ ব্যাপারে কেন্দ্র রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন কোন এলাকায় অনুপ্রবেশ ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই কেন্দ্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেই সংবাদ সংস্থার খবর।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।