অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও চীনের নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বেশ উত্তেজনাময়


ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে আজ শুক্রবার লাদাখে বলেছেন, ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বেশ উত্তেজনাময় এবং যে কোনও সময়ে তা আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে আলোচনা চলছে এবং সামরিক পর্যায়ে ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতির সমাধান করা যাবে বলে আমরা আশা রাখি। সেনাপ্রধান নারাভানে লাদাখের ওপরদিকে যে অঞ্চলে উত্তেজনা রয়েছে, সেখানকার পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকালই সেখানে গিয়ে পৌঁছেছেন। আজ তিনি এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, তিন মাসের বেশি সময় ধরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা রয়েছে। দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। প্রচুর অস্ত্রশস্ত্র ও যুদ্ধের সাজ-সরঞ্জামও মোতায়েন রয়েছে। সুতরাং যুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে ভারত বেশ আগে থেকেই অবস্থা বুঝে উঁচু জায়গাগুলো থেকে নজরদারি চালাচ্ছে। হালকা ট্যাংক এবং সাঁজোয়া গাড়ি ব্যবহার করে পাহারা দেওয়া হচ্ছে। আমাদের সেনারা সবদিক থেকেই প্রস্তুত, তাদের মনোবলও দারুন। তা হলেও প্রথম এবং প্রধান উপায় হবে আলোচনার মাধ্যমে এই সঙ্কট কাটানো।

সরাসরি লিংক


XS
SM
MD
LG