অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী স্তরে দীর্ঘ আলোচনাতেও সমাধান হলো না


প্রায় আড়াই ঘন্টার বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানোর লক্ষ্যে ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থা বজায় রাখার আবেদন জানান
প্রায় আড়াই ঘন্টার বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানোর লক্ষ্যে ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থা বজায় রাখার আবেদন জানান

গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোয় ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী স্তরে দীর্ঘ আলোচনাতেও সমাধান হলো না। প্রায় আড়াই ঘন্টার বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানোর লক্ষ্যে ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থা বজায় রাখার আবেদন জানান। কিন্তু চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে জোর দিয়ে বলেন, তাঁদের কিছু করার নেই। এই অবস্থার জন্য ভারতই পুরোপুরি দায়ী এবং চীন তাদের জমি থেকে এক ইঞ্চিও পিছু হটবে না। আজ শনিবার বেইজিং থেকে চীনা সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া এ খবর জানিয়েছে। প্রত্যুত্তরে আজই নতুন দিল্লি থেকে ভারতের প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, রাজনাথ সিংয়ের সঙ্গে জেনারেল ফেঙ্গের খোলাখুলি গভীর আলোচনা হয়েছে। ভারত আশা করে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা যাবে। গতকাল মস্কো বৈঠকে ওয়েই ফেঙ্গে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল তার ভিত্তিতে দুই দেশেরই উচিত উত্তেজনা কমিয়ে বাস্তব অবস্থায় ফিরে আসা। প্রসঙ্গত বলা যায়, এর আগে চীন ও ভারতের মধ্যে সামরিক পর্যায়ে যে ক'টি বৈঠক হয়েছিল কোনওটিতেই সুফল ফলেনি। আশা করা গিয়েছিল প্রতিরক্ষামন্ত্রীদের এই বৈঠকে অন্তত কিছুটা হলেও উত্তেজনা প্রশমিত হবে। কিন্তু চীনের প্রতিক্রিয়ায় ভারতীয় প্রতিনিধিরা হতাশ। ওদিকে গতকালই ওয়াশিংটনে একটি প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারত ও চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অবস্থা খুবই খারাপের দিকে চলেছে। আমি আশা করছি চীন ভারতের ওপর দাদাগিরি ফলাচ্ছে না। আমি যে কোনও রকম সাহায্য করতে প্রস্তুত। মধ্যস্থ হতে পারি। দুই দেশের সঙ্গেই ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর আসছে সপ্তাহে বিদেশ সফরে যাচ্ছেন। তাঁর প্রথম ও প্রধান কাজ হবে ভারতের অবস্থান অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের কাছে ব্যাখ্যা করা এবং ভারত যে আলোচনার মাধ্যমে উত্তেজনার অবসান চায়, সেটা বোঝানো।

সরাসরি লিংক


XS
SM
MD
LG