অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ঘোষণা করেছে যে তারা মাইলফলক প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন করবে


A fisherman walks on the shores of the Arabian Sea, littered with plastic bags and other garbage, in Mumbai, India, Oct. 2, 2016.
A fisherman walks on the shores of the Arabian Sea, littered with plastic bags and other garbage, in Mumbai, India, Oct. 2, 2016.

ভারত ঘোষণা করেছে যে তারা মাইলফলক প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন করবে।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বিবেচনা করার ক্ষেত্রে বৈশ্বিক প্রচেষ্টায় এটা একটা অগ্রগতি। ভারত হচ্ছে বায়ু মন্ডলে কার্বন নিঃসরণে বিশ্বের তৃতীয় বৃহৎ দেশ।

ভারতের আনুষ্ঠানিক মতৈক্যের ফলে চুক্তিটি বাস্তবায়নের আরও কাছে এগিয়ে গেল। পৃথিবীর ৫৫টি দেশ যারা বিশ্বের কার্বন নির্গমনের ৫৫ শতাংশের জন্য দায়ী তারা ওই চুক্তি অনুসমর্থন করলে তা বাস্তবায়িত হবে।


পৃথিবীর কার্বন নিঃসরণের অর্ধেকের বেশির জন্য দায়ী ৬২দেশ। ভারতের সাক্ষরের পর ওই ৬২টি দেশ এবিষয়ে একমত হবে।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারা আগামী সপ্তাহে ওই চুক্তি অনুসমর্থণ করবে। যুক্তরাষ্ট্র ও চীন গত মাসে তা করেছে।

XS
SM
MD
LG