ঢাকায় জঙ্গী আক্রমণের ঘটনায় প্রাণ গেল অন্তত ২০ জনের। উদ্বিগ্ন ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং সীমান্ত নিরাপত্তা বাহিনিকে সতর্ক করে দিয়ে বলেছেন, জঙ্গীদের সঙ্গীরা এবার ভারতে পালিয়ে আসবার চেষ্টা করলে তাদের আটকাতেই হবে। একই আশঙ্কা ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়েরও। মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন শুক্রবারই। বস্তুত ঢাকার ঘটনা ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছে কয়েক বছর আছে মুম্বইতে পাকিস্তান থেকে আসা জঙ্গীদের আক্রমণে দেড়শোরও বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে। মুম্বই আর ঢাকার ঘটনায় একটি বিশেষ মিল হল, একজন করে জঙ্গী ধরা পড়েছে দুই জায়গাতেই। শনিবার সতর্ক করে দেওয়া হয়েছে সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরকেও। কয়েক দিন আগেই হায়দ্রাবাদে ধরা পড়ে নানা অস্ত্র-সমেত ইসলামিক স্টেট সংগঠনের একটি মডিউল। আশঙ্কা, গোটা ভারতীয় উপ-মহাদেশেই নাশকতা চালানোর ফন্দি আঁটছে আই এস জঙ্গীরা। কোনও রাজ্য, কোনও অঞ্চল বা কোনও দেশ-ই যেন আর জঙ্গীদের হাত থেকে নিরাপদ নয় বলে সতর্ক করে দিচ্ছেন নিরাপত্তা কর্তৃপক্ষ।-গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গে আতংক:
বাংলাদেশে গতকালের জঙ্গি হানার ঘটনায় আতঙ্কের রেশ কলকাতা তথা গোটা রাজ্যে....গতকালের ঘটনার খবর আজ পশ্চিমবঙ্গের সমস্ত ইংরাজী বাংলা দৈনিকে প্রথম পাতার শিরোনাম হলেও....বিস্তারিত খবরের বর্ণনায় শিউরে উঠছে কলকাতা শহর। রাজ্যের প্রথম সারির বাংলা দৈনিক প্রতিষ্ঠান আনন্দবাজার গোষ্ঠীর এবেলা পত্রিকার শিরোনাম -আক্রান্ত ঢাকা পনবন্দি ষাট। বর্তমান পত্রিকার শিরোনাম-ঢাকার রেস্তোরাঁয় আইএস জঙ্গিদের তান্ডব হত পাঁচ। টাইমস গ্রুপের বাংলা দৈনিক এই সময় এর শিরোনাম আক্রান্ত বাংলাদেশ। একই সাথে কলকাতার ইংরাজী দৈনিক গুলিও একাধারে ঘটনার বিবরনী দিয়ে শিরোনাম করল বাংলা দেশের জঙ্গি হানার ঘটনার পাশাপাশি টেলিভিশন চ্যানেল গুলোর পর্দায় এই মূহূর্তের শিরোনাম ঢাকা আক্রান্ত। রিপোর্ট-পরমাশীষ ঘোষ রায়।