অ্যাকসেসিবিলিটি লিংক

অমিত শাহ্'র জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনা সৃষ্টি


Amit Shah and Mamta Banerjee
Amit Shah and Mamta Banerjee

আগামীকাল কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ্'র জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।সভাস্থল কলকাতার একেবারে কেন্দ্রে মেয়ো রোড। সেখানে নিজেদের সত্ত্ব কায়েম করতে তৃণমূল গতকাল রাত থেকেই ধর্মতলা থেকে রেড রোড পর্যন্ত গোটা এলাকা দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড আর পোস্টারে ছেয়ে ফেলেছে। সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বিজেপির অভিযোগ, এটা উস্কানিমূলক কাজ।

উত্তরে তৃণমূল সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি তো যে কোনও জায়গায় থাকতে পারে। অমিত শাহ্ জনসভায় এনআরসি'র সমর্থনে বলবেন ধরে নিয়ে পার্থবাবু জানান, শনি আর রবিবার তৃণমূল এনআরসি'র প্রতিবাদে সারা রাজ্যে কালা দিবস ও ধিক্কার দিবস পালন করবে। বিজেপির লক্ষ্য যেমন পশ্চিমবঙ্গ দখল, তৃণমূলও তেমন বিজেপিকে ঠেকাতে মরিয়া।

কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG