অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কংগ্রেস দলের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী


Rahul Gandhi, newly elected president of India's main opposition Congress Party, kisses the forehead of his mother and leader of the party, Sonia Gandhi, after taking charge as the president during a ceremony at the party's headquarters in New Delhi, Indi
Rahul Gandhi, newly elected president of India's main opposition Congress Party, kisses the forehead of his mother and leader of the party, Sonia Gandhi, after taking charge as the president during a ceremony at the party's headquarters in New Delhi, Indi

একশত বছরেরও বেশী পুরোনো রাজনৈতিক দল ভারতের কংগ্রেস। শনিবার এর নেতৃত্ব গ্রহণ করলেন রাহুল গান্ধী। ঐতিহ্যবাহী পুরোনো রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের তাৎপর্য অনেক,ভারতের ইতিহাসেরসাথে এ দলটির নাম জাড়িয়ে আছে ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলন সহ নানান ঘটনায়। গুরুত্বপূর্ণ এই দলটির নেতৃত্ব গ্রহনের উপর আলোচনা করেছেন দ্যা টেলিগ্রাফ এর দিল্লি ব্যুরো চীফ, সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী। তাঁর সাথে টেলিফোনে কথা বলেছেন শাহাদাৎ হোসেন সবুজ।

Jayanta Roy Chowdhury
Jayanta Roy Chowdhury


XS
SM
MD
LG