অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান থেকে ৫৮ জন ভারতীয় তীর্থযাত্রী দেশে ফিরেছেন


করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই ইরান থেকে দেশে ফিরলেন ৫৮ জন ভারতীয় তীর্থযাত্রী। প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে যুঝতে এই মুহূর্তে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল তেহরানও। সেখানেই আটকে পড়েছিলেন ভারতীয় তীর্থযাত্রীরা। বিদেশমন্ত্রকের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে তাঁদের নিয়ে গাজিয়াবাদের ঘাঁটিতে নামে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00


তবে দেশে ফিরে এলেও এখনই নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন না ওই তীর্থযাত্রীরা। আগামী কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁদের।এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি চিনের উহান থেকে ৭৬ জন ভারতীয়কে ফিরিয়ে আনতে সফল হয়েছিল ভারতীয় প্রশাসন। সে বার ৩৬ জন বিদেশি নাগরিককেও উদ্ধার করা হয়। তার পর এই নিয়ে দ্বিতীয় বার করোনা উদ্ধারকার্য চালানো হল। ইরানে ভারতীয় দূতাবাস এবং সেখানে কর্মরত ভারতীয় মেডিক্যাল টিমকেই ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।এ দিন টুইটারে জয়শঙ্কর লেখেন, ‘‘বায়ুসেনার বিমান ফিরেছে। অভিযান সফল হয়েছে। পরবর্তী অভিযানের প্রস্তুতি চলছে।’’ ইরানে ভারতীয় দূতাবাস এবং সেখানে কর্মরত ভারতীয় মেডিক্যাল টিমের জন্যই এই উদ্ধারকাজ সফল হয়েছে বলেও জানান জয়শঙ্কর।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের রিপোর্ট।

XS
SM
MD
LG