অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় তালা খোলার ব্যাপারটি বিশৃঙ্খলায় পরিণত হল


করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য লকডাউন বা তালাবন্দি অবস্থায় সারাদেশের দু'মাসেরও বেশি সময় কেটেছে। এবারে সেই তালা খোলার পালা। উদ্দেশ্য ছিল, আজ পয়লা জুন সোমবার থেকে তালা খুলে মোটামুটিভাবে জীবন ও জীবিকাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করা। কিন্তু নানা কারণে পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় এই তালা খোলার ব্যাপারটি বিশৃঙ্খলায় পরিণত হল। যার জন্য প্রথম দিন প্রায় প্রত্যেকেই যাঁরা জীবিকার বা জীবনের জন্য বেরিয়েছেন, যাঁদের বেরোতে হয়েছে, তাঁদের রীতিমতো অসুবিধায় পড়তে হয়েছে। তার কারণ, কিছু কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করা হয়েছে বলে বিরোধী রাজনীতিবিদদের মত। কেন্দ্রীয় সরকার যেখানে আটই জুন থেকে ধর্মস্থান ও কর্মস্থান, অর্থাৎ অফিস ইত্যাদি খোলার কথা বলেছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার আজ থেকেই ধর্মস্থান খুলে দিয়েছে। মন্দিরে ভক্তদের ভিড়ও শুরু হয়ে গিয়েছে। সেখানে না হয় যাওয়া বা না যাওয়া নিজের ইচ্ছের ওপর নির্ভর করে। কিন্তু একই সঙ্গে সরকার অফিসও খুলে দিয়েছে এবং স্বভাবতই হাজিরা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই তুলনায় বাস বা যানবাহনের ব্যবস্থা করা যায়নি। যেহেতু যতগুলো আসন ঠিক ততজন যাত্রীই নেওয়া যাবে বলে বাসের নিয়ম, সেখানে এক একটি বাস অফিস টাইমে ডিপো থেকে ছাড়ার সময়েই পুরো ভর্তি হয়ে যেতে বেশি সময় লাগেনি। পরবর্তী বাসের জন্য লাইন পড়েছে বিরাট এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত বাস পাননি, বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন, এমন লোকের সংখ্যা কম নয়। বেসরকারি বাস এখনও তেমন চলেনি। দু-একটি জায়গায় কয়েকটি রুটে কয়েকজন বেসরকারি বাস মালিক বাস চালালেও বেশিরভাগ ক্ষেত্রে ভাড়া বাড়ানো নিয়ে সমঝোতা না হওয়ার দরুন মালিকরা বাস বের করতে চাননি। আগামীকাল আবার পরিবহন দফতরকে সংশোধিত বাসের ভাড়ার একটা খসড়া দেওয়া হবে। কিন্তু তার আগে এবং পরেও বেসরকারি বাস কতটা চলবে সে সম্পর্কে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। ট্যাক্সি আজকে প্রায় দেখাই যায়নি, যা চলছে তার চালকরা অনেক বেশি ভাড়া চেয়েছেন বলে যাত্রীদের অভিযোগ। অটোরিকশা চালকরাও এই ক'দিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যা খুশি তাই ভাড়া নিচ্ছেন, এমন অভিযোগ যাত্রীরা করেছেন‌। তা সত্ত্বেও যে কোনও ভাবে কাজে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছেন, সকলে পেরে ওঠেননি।

কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:02:25 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG