অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৫০২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ


ভারতে রোজ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বাড়তে বাড়তে ১১ হাজারের ঘরে ঢুকে পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৫০২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪। মহারাষ্ট্র লাখের ঘরে ঢুকে পড়েছে আগেই। তামিলনাড়ু ও দিল্লি পাল্লা দিয়ে ছুটছে পঞ্চাশ হাজারের দিকে। আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দেশে মোট মৃত্যু হল ন’হাজার ৫২০ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫০ জনের। গুজরাতে এক হাজার ৪৭৭ জনের। রাজধানী দিল্লিতেও মৃত্যু সংখ্যা ধারাবাহিক ভাবে বাড়ছে। সেখানে এক হাজার ৩২৭ জনের প্রাণ কেড়েছে করোনা। পাঁচশোর গন্ডি না পেরিয়েও মৃত্যুতে দেশের চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মোট মৃত ৪৭৫ জন। এর পর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৪৫৯), তামিলনাড়ু (৪৩৫), উত্তরপ্রদেশ (৩৯৯), রাজস্থান (২৯২) ও তেলঙ্গানা (১৮৫)।

please wait

No media source currently available

0:00 0:01:24 0:00


XS
SM
MD
LG