অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৬৫.৪৪ শতাংশ


গত ২৪ ঘণ্টায় ভারতে ৫১ হাজারের বেশি কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। দৈনিক রেকর্ড অনুযায়ী যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। মন্ত্রক এ-ও জানিয়েছে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আজ ১১ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সুস্থতার হার ৬৫.৪৪ শতাংশ। তারা বলেছে, ‘‘কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সঠিক সমন্বয় ও সামনের সারিতে থেকে লড়া স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের স্বার্থহীন কর্মকাণ্ডের ফলেই এভাবে সুস্থতার দিকে এগোচ্ছি আমরা।’’কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১ হাজার ২২৫ জন। মৃত্যুর হার আরও কমে হয়েছে ২.১৩ শতাংশ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ১০ ই জুন প্রথমবার অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ে ১ হাজার ৫৭৩ জন। সেটাই আজ বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৮৯৯।’’ তা সত্ত্বেও উদ্বেগ কাটছে না। আজ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এক দিনে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ। মৃত ৮৫৩ জন। এই অবস্থায় প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়ে কেন্দ্র বলেছে, হাসপাতালে ভর্তি কোভিড রেগীদের মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহার করার অনুমতি দিতে হবে। যাতে তাঁরা পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে পারেন। এতে তাঁরা মানসিক বল পাবেন।

please wait

No media source currently available

0:00 0:01:40 0:00


XS
SM
MD
LG