অ্যাকসেসিবিলিটি লিংক

আজ বিশ্ব সামাজিক মাধ্যম দিবস: ভুয়ো ও বিপজ্জনক খবর প্রচারের বিরুদ্ধে সতর্কতা জারি


আজ বিশ্ব সামাজিক অন্তর্জাল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুয়ো ও বিপজ্জনক খবর প্রচারের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

সারা ভারত জুড়েই ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এই ভাবে গুজব ছড়িয়ে পড়ার ফলে বহু জায়গায় নিরীহ মানুষকে পিটিয়ে মারা হয়েছে, বহু জায়গায় অশান্তি ও গণ্ডগোল বেধেছে। ভারতে যে কোনও উপায়ে গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সোশ্যাল মিডিয়াগুলির পক্ষ থেকে এ ব্যাপারে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হলেও ভুয়ো খবর ছড়ানো বন্ধ করা যায়নি। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস উপলক্ষে একটি ট্যুইট বার্তায় সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করার আবেদন জানান। তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিপজ্জনক খবর ছড়াবেন না। এটাকে মানুষের কল্যাণে লাগানোর কাজে ব্যবহার করুন।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG