জম্মু ও কাশ্মীরে আসছে সপ্তাহ থেকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে বলে ভারত সরকারের তরফে জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মন্যন বলেছেন, সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এই অঞ্চলে যে সব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, এখন অবস্থা স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে সেগুলো তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীনগরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আজ সব সরকারি অফিস খুলেছে, আসছে সপ্তাহে স্কুল-কলেজ খুলবে, পরিবহন ব্যবস্থা চালু করা হবে, তারপর ল্যান্ডলাইন টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেওয়া হবে। তবে এই সবই করা হবে দফায় দফায় এলাকা ও জেলার ভিত্তিতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যসচিব বলেন, কাশ্মীরবাসীদের
অনেকেই আজ জুম্মার নমাজ পড়তে বেরিয়েছিলেন, কোথাও কোনও অশান্তি হয়নি। সুব্রহ্মন্যন জানান, পাকিস্তানের মদতে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে হামলা চালানোর চেষ্টা করছে বলে গোয়েন্দা সূত্রের খবর আছে। তাই ভারতের নিরাপত্তা বাহিনীকে সব সময় সতর্ক থাকতে বলা হয়েছে।