অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের হিউস্টনে আজ অনাবাসী ভারতীয়দের সমাবেশে নরেন্দ্র মোদীর সঙ্গে ডনাল্ড ট্রাম্প


Modi
Modi

টেক্সাসের হিউস্টনে আজ অনাবাসী ভারতীয়দের বিশাল এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

উপলক্ষ্য "হাউডি, মোদী" নামে এক অনুষ্ঠান। হিউস্টনের বিশাল এনআরজি স্টেডিয়াম উপচে পড়ছে অনাবাসী ভারতীয়দের ভিড়ে। ৫০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনতে। উপরি পাওনা ডনাল্ড ট্রাম্পের ভাষণ। মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সেখানে এসেছেন এবং হোয়াইট হাউস জানিয়েছে, ভারত-আমেরিকা মৈত্রীকে আরও দৃঢ় করতে আধঘণ্টার ভাষণে তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন। সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের খবর, আগামী বছরে প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকা প্রবাসী প্রভাব ও বিত্তশালী ভারতীয়দের পাশে পেতে চান ট্রাম্প। একটু আগে আজকের তিন ঘন্টার এই অনুষ্ঠানের শুরু হয়েছে গুজরাতের ঐতিহ্যবাহী ডান্ডিয়া নাচ দিয়ে। প্রথমার্ধে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম গণতান্ত্রিক দেশদুটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বক্তৃতা দেবেন।

please wait

No media source currently available

0:00 0:01:10 0:00


XS
SM
MD
LG