অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে আজ আরও একজন করোনার কবলে পড়েছেন


ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল গত বৃহস্পতিবার কেরালায়, আজ আবার সেই কেরালাতেই দ্বিতীয় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওদিকে সুদূর রাজস্থানের জয়পুরে আজ করোনায় সংক্রামিত সন্দেহে তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংক্রমণের আশঙ্কায় ভারত সরকার আজ থেকে চিনের নাগরিক এবং চিনের বাসিন্দা বিদেশিদের ই-ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। আজ সকালেই চিনের হুবেই প্রদেশের করোনা উপদ্রুত উনান শহর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান দ্বিতীয় দফায় ৩৩০ জনকে দিল্লিতে নিয়ে এসেছে। তাঁদের মধ্যে ৭ জন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। কাল প্রথম দফায় এভাবে নিয়ে আসা হয়েছিল ৩২৪ জনকে। তবে ৬ জনের বেশি জ্বর ছিল বলে তাঁদের বিমানে উঠতে দেওয়া হয়নি।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG