এই বছরেই কেন্দ্রীয় সরকারকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এনডিএ-তে মেয়েদের প্রবেশিকা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে সুপ্রিমকোর্ট আজ বুধবার নির্দেশ দিয়েছে। কয়েকদিন আগেই সর্বোচ্চ আদালত বলেছিল, ভারতের সংবিধান অনুযায়ী নাগরিক অধিকার ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদের জন্যও সমানভাবে প্রযোজ্য। কাজেই দেশের সেরা সামরিক বিদ্যালয় এনডিএ-র দরজা মেয়েদের জন্য খুলে দিতে হবে।
তাতে কেন্দ্রীয় সরকার রাজি হলেও পরিকাঠামো তৈরি করার জন্য কিছু সময় চেয়েছিল। বলেছিল, মেয়েদের জন্য আলাদা ছাত্রী-আবাস তৈরি করতে হবে, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মহিলা নার্স ও ডাক্তার নিয়োগ করতে হবে। এ ছাড়াও বহু ব্যবস্থা নিতে হবে, যা এতদিন এনডিএ-তে ছিল না। তার জন্য আগামী বছর মে মাসের আগে মেয়েদের প্রবেশিকা পরীক্ষা নেওয়া অসুবিধাজনক হবে।
কিন্তু আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে, আমরা মেয়েদের আশা দিয়েছি, তাঁরা ভর্তি হতে পারবেন। তাঁদের সেই আশা ভঙ্গ করতে আমরা পারব না। আপনারা যে সময় চাইছেন, তার জন্য মেয়েদের ভর্তি হতে এক বছরেরও বেশি সময় লেগে যাবে। তার মানে, মেয়েরা আগামী বছর মে মাসে পরীক্ষা দিলে তার পরের বছর ভর্তি হতে পারবেন। আমরা সেটা হতে দিতে পারি না।
এ বছরেই ১৪ই নভেম্বর যখন ছেলেদের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, একই সঙ্গে মেয়েদেরও পরীক্ষা নিতে হবে। আর যে পরিকাঠামোর কথা সরকার বলছে, সেটা কয়েক মাসের মধ্যে শেষ করা অসম্ভব নয়। সামরিক বাহিনী অতি দ্রুত নির্মাণ কাজ করে ফেলতে পারে। সুতরাং আপনারা ব্যবস্থা করুন, যাতে এ বছর ১৪ই নভেম্বর ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এনডিএতে ঢোকার পরীক্ষা দিতে পারেন এবং একই সঙ্গে তাঁরা প্রশিক্ষণ নেওয়া শুরু করতে পারেন।