অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ভাণ্ডারে থাকা বিদেশী মুদ্রা দিয়ে ১১ মাসের বৈদেশিক আমদানির প্রয়োজন মেটানো সম্ভব


ঠিক ২৫ বছর আগে, ১৯৯১ সালের ১ জুলাই ভারতীয় টাকার অবমূল্যায়নের মাধ্যমে শুরু হয়েছিল ভারতীয় অর্থনীতির উদারীকরণের যুগ। সেদিন টাকার দাম কমানোর সিদ্ধান্তকে দেশের পক্ষে সম্মানহানিকর বলে সমালোচনা করেছিলেন রাজনৈতিক নেতারা। ওই সিদ্ধান্তকে তখন রাজনৈতিক সমর্থন দিয়েছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী নরসিমহা রাও, আর নীতির রূপায়ণ করে ছিলেন অর্থমন্ত্রী মনমোহন সিং।

আর আজ বিশ্বের বহু দেশের মুদ্রাই যখন টালমাটাল, বিভিন্ন অর্থনীতিতে মন্দা, তখন ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ঈর্ষণীয় এবং ভারতের টাকা অন্যতম স্থিতিশীল মুদ্রার সম্মান পাচ্ছে।

১৯৯১ সালের ৩০ জুন ডলার আর টাকার বিনিময় মূল্য ছিল ২১ টাকা ১৪ পয়সা। আর ২০১৬-র ৩০ জুন তা দাঁড়ায় ৬৭ টাকা ৬২ পয়সায়। দেশের ভাণ্ডারে এখন যত বিদেশী মুদ্রা রয়েছে তা দিয়ে ১১ মাসের বৈদেশিক আমদানির প্রয়োজন মেটানো যাবে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG