অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের অর্থনীতি থমকে আছে: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদমবরম


সংবাদ সংস্থা পিটি আই সূত্রে জানা গেছে, ভারতের কেন্দ্রীয় সরকারের ১৯ মাস কেটে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের দিক থেকে কোনো উন্নতির লক্ষন নেই। দেশের অর্থনীতি থমকে আছে। এই পরিস্থিতি ভেঙে এগিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে কোনো দিশা নেই।

দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদমবরম এভাবেই তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় সরকারের। সংবাদ সংস্থা পিটিআই'কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সরকার জানে না কী ভাবে এগোতে হবে। এই অবস্থা থেকে বেরোনোর জন্য পরিস্থিতির ওপর যে নিয়ন্ত্রন থাকা দরকার, তা কেন্দ্রীয় সরকারের নেই। সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক রির্পোট প্রকাশ হওয়ার পর তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া স্বরুপই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই সমালোচনা করেছেন বলে খবরে প্রকাশ। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG