ভারতে পরিচালিত নতুন এক সমিক্ষার বিবরণী থেকে দেখা যাচ্ছে – ক্রমবর্ধমান সংখ্যক ভারতীয় এখন দেশ কোন পথে চলেছে তা নিয়ে বেশ অখুশি । ভারতে এখন একদিকে অর্থনীতির গতিমন্থরতা আর অন্যদিকে মূল্যস্ফিতি বাড়ার প্রবনতা বেশ জোরে শোরে বেড়ে চলেছে ।
যুক্তরাষ্ট্রের পীউ গবেষনা কেন্দ্র পরিচালিত সমিক্ষায় দেখা গিয়েছে ভারতে এখন সমিক্ষাধীন ৩৮ শতাংশ মানুষই দেশ যে পথে চলেছে তাতে সন্তোষ বোধ করেন – এক বছর আগে যে সংখ্যা ছিলো ৫১ শতাংশ । পীউ গবেষনায় বলা হচ্ছে – ভারতীয়রা এখন বহূলাংশেই অর্থনীতি নিয়ে বেশি চিন্তান্বিত - প্রতি দশজনের আটজনই বেকারত্ব এবং দ্রব্যমূল্যের উর্থগতিকে বড়ো সমস্যারূপে চিহ্নিত করছেন ।
ভারতের আর্থনীতিক প্রবৃদ্ধি হার ২ হাজার ১২ সালের প্রথম ত্রৈমাসিক মেয়াদে ৫ দশমিক ৩ শতাংশ দাঁড়িয়েছে বলে হিসেব কষা হয়েছে – ন’ বছরের ভেতর এটাই সর্বনিম্ম প্রবৃদ্ধি হার ।
যুক্তরাষ্ট্রের পীউ গবেষনা কেন্দ্র পরিচালিত সমিক্ষায় দেখা গিয়েছে ভারতে এখন সমিক্ষাধীন ৩৮ শতাংশ মানুষই দেশ যে পথে চলেছে তাতে সন্তোষ বোধ করেন – এক বছর আগে যে সংখ্যা ছিলো ৫১ শতাংশ । পীউ গবেষনায় বলা হচ্ছে – ভারতীয়রা এখন বহূলাংশেই অর্থনীতি নিয়ে বেশি চিন্তান্বিত - প্রতি দশজনের আটজনই বেকারত্ব এবং দ্রব্যমূল্যের উর্থগতিকে বড়ো সমস্যারূপে চিহ্নিত করছেন ।
ভারতের আর্থনীতিক প্রবৃদ্ধি হার ২ হাজার ১২ সালের প্রথম ত্রৈমাসিক মেয়াদে ৫ দশমিক ৩ শতাংশ দাঁড়িয়েছে বলে হিসেব কষা হয়েছে – ন’ বছরের ভেতর এটাই সর্বনিম্ম প্রবৃদ্ধি হার ।