দেশের স্কুল শিক্ষা ব্যবস্থায় যোগাসনকে জনপ্রিয় করার উপর জোর দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন শিক্ষানীতিতে সেই ব্যবস্থাই করা হচ্ছে। যোগ অলিম্পিয়াডের উদ্বোধন করে এমনই জানিয়েছেন দেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সুভাষ চন্দ্র খুন্তিয়া।এবারই প্রথম দেশে যোগ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে নতুন দিল্লীতে। তিন দিন চলবে এই প্রতিযোগিতা। ২২টি রাজ্যের ৩৫০ ছাত্র এই অলিম্পিয়াডে যোগ দিয়েছেন।এই অনুষ্ঠানেই সুভাষ চন্দ্র খুন্তিয়া বলেছেন, নতুন শিক্ষানীতিতে যোগাসনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগাসন হল শরীর ও মনকে ভাল রাখা এবং ভারসাম্য বজায় রাখার শিল্প। স্কুলে পড়া প্রতিটি বাচ্চা যাতে যোগাসনের চর্চা করে তা নিশ্চিত করার জন্য প্রতি বছর যোগ অলিম্পিয়াডের আয়োজন করা হবে।