অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারন করবেন মুসলিম ভোটাররা !


ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের গতি-প্রকৃতি নির্ধারণ করে দেয় ২৯৪ আসনের বিধানসভা ও ৪২ আসনের লোকসভা নির্বাচনের ফলাফল। কেননা, ১২৫টি বিধানসভা আসন ও ২২টি লোকসভা আসনের ফলাফল মুসলিম ভোটের দ্বারা প্রভাবিত হয়।

রাজ্যের মোট ভোটদাতাদের ২৮% মুসলিম এবং তাঁদের ভোট অধিকাংশ ক্ষেত্রেই এক ছাঁচে ঢালা থেকেছে। অতীতে প্রধানত মুসলিম সমর্থন পেয়েই ক্ষমতায় থেকেছে প্রথমে কংগ্রেস, পরে বামফ্রন্ট। কিন্তু সিঙ্গুর ও নন্দীগ্রামে বাম সরকারের জমি অধিগ্রহণের পরেই দরিদ্র মুসলিমেরা ভয় পেয়ে যান, তাঁদের সব জমি-জায়গা নিয়ে নেবে সরকার। ফলে ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়ে যায়।

আসন্ন বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেস জোট বা তৃণমূল কংগ্রেসের সাফল্য নির্ভর করছে মুসলিম সমর্থনের ওপর। সে জন্যই সব দলই উঠে পড়ে লেগেছে মুসলিম সমর্থন আদায় করতে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG