অ্যাকসেসিবিলিটি লিংক

২০৬৬-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত সিপিএম দল অপরাজিত ছিল পশ্চিমবঙ্গে ৫৫টি আসনে


১৯৭৭ থেকে ২০৬৬-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত সিপিএম দল অপরাজিত ছিল পশ্চিমবঙ্গের ২৯৪-টির মধ্যে ৫৫টি আসনে। কিন্তু ২০১১-র নির্বাচনে, এর মধ্যে ৩২টি হাতছাড়া হয়ে যায়। অপরাজেয় ২৩টি মধ্যেও ২০১৪-র লোকসভা নির্বাচনে দল পিছিয়ে ছিল ১৮টিতে। এর পরেই সিপিএম নেতৃত্ব আতঙ্কিত হয়ে পড়ে। এই ভাবে চললে তো ২০১৬-র বিধানসভা নির্বচনে একেবারে উঠেই যাবে দল। তারপরেই তড়িঘড়ি কংগ্রেসে হাত ধরবার ভাবনা। এ বার দেখার, ওই জোট কংগ্রেস আর বামপন্থীদের কার কতটা কাজে লাগে। ২০০৬ সালেও সিপিএম ভোট পেয়েছিল ৪৮%। আর তা কিনা ২০১১ সালে নেমে এল মাত্র ৩৯%-এ! সংগ্রহে আসন সংখ্যা মাত্র ৪০টি। যে কংগ্রেসকে হারিয়ে জ্যোতি বসুর নেতৃত্বে ১৯৭৭ সালে সিপিএম ক্ষমতায় এসেছিল, ৩৯ বছর পরে সেই চির শত্রু কংগ্রেসের হাত ধরেই সিপিএম-এর রাজনীতিতে ভেসে থাকবার চেষ্টা। গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG