অ্যাকসেসিবিলিটি লিংক

রাজমিস্ত্রির কাজের আড়ালে চলছিল দক্ষিণ ভারতে জাল নোট পাচার


রাজমিস্ত্রির কাজের আড়ালে চলছিল দক্ষিণ ভারতে জাল নোট পাচার। শেষ পর্যন্ত কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়ে গেল নকল নোট কারবারে যুক্ত ইশাব আলি। মধ্য কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধরা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার টাকার জাল নোট।

পুলিস সূত্রে জানা গেছে, ইশাব আলির বাড়ি মালদহের কালিয়াচকে। কেরল, চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু সহ দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করে সে। সেই সুবাদে এই সমস্ত রাজ্যে তার নিয়মিত যাতায়াত রয়েছে। মালদহ থেকে একাধিক যুবক তার হাত ধরেই রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। ইশাব আলি তদন্তকারী অফিসারদের জানিয়েছে, তাকে কাজে নেওয়ার পরিকল্পনা করে জাল নোটের পাচারকারীরা। তার মাধ্যমে দুই হাজার ও পাঁচশো টাকার নোট দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হতো। গোপন সূত্রে এস টি এফ এর কাছে খবর আসে, ইশাব আলি কলকাতায় আসবে এবং মধ্য কলকাতার শিয়ালদহ স্টেশনে নামবে। এখান থেকেই তার চেন্নাই যাওয়ার কথা। এরপরই তদন্তকারী অফিসারদের একটি টিম সেখানে হাজির হয়। শিয়ালদহ স্টেশন থেকে বেরনোর পর তাকে আটক করেন এসটিএফের অফিসাররা। তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ৪ লক্ষ ৩৮ হাজার টাকার জাল নোট। দক্ষিণ ভারতে কারা কারা এই কারবারে জড়িত, ইশাবকে জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছেন অফিসাররা বলে খবর।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG