অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কৃষকদের প্রতিবাদ-বিক্ষোভ সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্যরা


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার বেশকিছু সিনিয়র সদস্য ভারতে কৃষকদের প্রতিবাদ-বিক্ষোভ সমর্থন করে জানিয়েছেন, যে কোনও গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার থাকা উচিত। আমরা কৃষকদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন। তবে কানাডায় বহু পাঞ্জাবি অভিবাসী আছেন, তাঁদের কথা ভেবে ট্রুডো ওরকম বলতে পারেন ধরে নেওয়া হয়েছিল। এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই সদস্যরা এক সুরে এই আন্দোলনকে সমর্থন করায় ভারত সরকার কিছুটা বিব্রত বোধ করছে। ভারত বলেছে, যাঁরা এ কথা বলছেন, তাঁরা সবকিছু জানেন না। না জেনে এই ধরনের বিবৃতি দেওয়া অনভিপ্রেত। রিপাবলিকান কংগ্রেস সদস্য ডাগ লালফা ও ডেমোক্র্যাটিক দলের কংগ্রেস সদস্য জশ হার্ডার বেশ জোরালোভাবে কৃষক আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেছেন। এ ছাড়া কংগ্রেসম্যান ডিজে কক্স এবং অ্যান্ডি লেভিন সহানুভূতি জানিয়ে বিবৃতি দিয়েছেন। নতুন কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের শান্তিপূর্ণ অবস্থান ও আন্দোলন আজ মঙ্গলবার ১১ দিনে পড়ল। আজ দুপুরে তাঁরা সারা ভারতে ধর্মঘট ডেকেছিলেন, মাত্র চার ঘণ্টার জন্য। তবে কোথাও কোনও জোরজবরদস্তি হয়নি বলেই তাঁদের দাবি। আগামীকাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে কৃষক প্রতিনিধিদের আর একবার আলোচনার কথা রয়েছে। তার আগে আজ রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ কৃষক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন।

সরাসরি লিংক


XS
SM
MD
LG