অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সমকামিতা সম্পর্কে অবস্থান বদলের ইঙ্গিত আরএসএস ও বিজেপি'র


ভারতে শেষ পর্যন্ত সমকামিতা সম্পর্কে অবস্থান বদলের ইঙ্গিত দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আর এস এস) ও বিজেপি।

ভারতীয় দণ্ডবিধিতে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। এই দেড়শো বছরের পুরনো আইন প্রণয়ন করা হয়েছিল সেই বৃটিশ শাসনের ঔপনিবেশিক যুগে তখনকার ভিক্টোরীয় মূল্যবোধ অনুসরণে। আধুনিক যুগে বহু দেশ সমকামকে স্বাভাবিক আচরণ বলেই মেনে নিয়েছে। কিন্তু ভারতীয় আইনে তা এখনও দণ্ডনীয়।

২০০৯ সালে দিল্লি হাইকোর্ট কিন্তু সমকামের ওপর থেকে অপরাধের তকমা তুলে নেওয়ার পক্ষে রায় দিয়েছিল। তবু ঐ রায় উল্টে গিয়ে পূর্বাবস্থাই ফিরে এলো ২০১৩ সালে সুপ্রিম কোর্টের বিপরীত রায়ে। এরপর সংসদে কংগ্রেস সাংসদ শশী থারুর নিজের উদ্যোগে আইন বদলের জন্য বিল আনবার চেষ্টা করেও দুই বার ব্যর্থ হন।

কিন্তু শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় আইনমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি বলেছেন, সুপ্রিম কোর্ট ঠিক রায় দেয়নি।

কয়েক দিন আগেই আর এস এস -এর যুগ্ম সচিব দত্তাত্রেয় হোসাবালে মন্তব্য করেছেন, সমকামকে অপরাধ মনে করাটা ঠিক নয়। একই সুরে কথা বলেছেন বিজেপি নেতা রাম মাধবও। এই সুরবদল থেকে স্বভাবতই মনে করা হচ্ছে, এবার নরেন্দ্র মোদি সরকার আইন সংশোধনের উদ্যোগ নেবে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG