অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় সমুদ্র সীমায় বেআইনী ভাবে ঢুকে পড়বার অপরাধে টিউটিকোরিন আদালত ৩৫জনকে কারাদণ্ড দিয়েছে


২০১৩ সালের ১২ অক্টোবর দক্ষিণ ভারতের সমুদ্রোপকূলে সন্দেহজনক ভাবে ভেসে বেড়ানো একটি জাহাজকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেটিকে টিউটিকোরিন বন্দরে নিয়ে আসবার পরে তল্লাসি চালিয়ে দেখা যায়, জাহাজে ৩৫টি আগ্নেয়াস্ত্র, ৫৬৮২ রাউন্ড গুলি ও ১০২টি ম্যাগাজিন রয়েছে। জাহাজের ১০ জন নাবিক ও ২৫ জন রক্ষীকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সমুদ্রসীমায় বেআইনী ভাবে ঢুকে পড়বার অপরাধে সোমবার টিউটিকোরিন আদালত তাদের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। এই ৩৫ জনের মধ্যে ১২ জন ভারতীয়, বাকিরা আমেরিকান, বৃটিশ, ইউক্রেনীয় ও এস্থোনিয়ান।

একটি মার্কিন সংস্থার মালিকানাধীন এমভি সিম্যান গার্ড ওহায়ো নামের জাহাজটির আত্মসমর্থনে যুক্তি ছিল এই যে, মাঝদরিয়ায় বাণিজ্য জাহাজের ওপর জলদস্যুদের হানা থেকে বাঁচাতেই তারা সমুদ্রে নজরদারি করে। এই ক্ষেত্রে জাহাজের তেল ফুরিয়ে যাওয়াতেই উদ্দেশ্যহারা হয়ে ভাসতে ভাসতে জাহাজ ভারতীয় উপকূলের কাছে এসে পড়েছিল। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG