ভারতের উপ-স্বরাষ্ষ্ট্রমন্ত্রী কিরেন রিজ্জু সংসদে জানিয়েছেন, ভারতে বেআইনি বাংলাদেশী অনুপ্রবেশকারীর সংখ্যা কম-বেশি ২ কোটি। অবশ্য একেবারে সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন। বাংলাদেশ সরকার অবশ্য তাদের নাগরিকদের ভারতে বেআইনী ভাবে থাকবার কথা মানতে রাজী নয়। যাই হোক, ২০০৪ সালে সরকারী তথ্য ছিল, এমন অনুপ্রবেশকারীর সংখ্যা ১ কোটি ২০ লক্ষ। সীমান্তে কড়াকড়ি সত্বেও বেআইনি অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে জানান রিজ্জু।
ভবিষ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, তিনি মেক্সিকো সীমান্তে পাঁচিল তুলে দিয়ে বন্ধ করবেন অনুপ্রবেশ। না, ভারতের তেমন কোনও পরিকল্পনা নেই। বেশি অনুপ্রবেশকারী রয়েছেন পশ্চিমবঙ্গ, অসম আর ত্রিপুরা রাজ্যে। অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করে যার যার দেশে ফেরত পাঠানো সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব। কিন্তু তেমন বিশেষ উদ্যোগ রাজ্যগুলিকে নিতে দেখা যায় না।