অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত বাংলাদেশকে এক শ কোটি ডলার ঋণ দিয়েছে


ভারত ও বাংলাদেশের মধ্যে ঢাকায় ঋণচুক্তি স্বাক্ষর । অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত এবং ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়
ভারত ও বাংলাদেশের মধ্যে ঢাকায় ঋণচুক্তি স্বাক্ষর । অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত এবং ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়

ভারত বাংলাদেশকে এক শ কোটি ডলার ঋণ দিয়েছে যা কীনা যে কোন দেশে ভারতের দেওয়া সর্বোচ্চ ঋণ।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় এই ঋণস্বাক্ষরের অনুষ্ঠানে যোগ দেন । ঢাকায় তিনি তাঁর সহপক্ষ বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন যে এই অর্থ দেশের ভেঙ্গে পড়া পরিবহন খাতে ব্যয় করা হবে,যার মধ্যে রেলপথ,সড়কপথ ও বন্দর রয়েছে।

এই ঋণেরর জন্যে ১.৭৫ হারে সুদ দিতে হবে এবং তা ২০ বছরে পরিশোধযোগ্য

এ বছরের গোড়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহস সিং এর সঙ্গে বৈঠকের সময়ে এই ঋণদানের বিষয়টি চূড়ান্ত হয়।

গতমাসে দুটি দেশই একটি যুগান্তকারী চুক্তি সই করে যেখানে ভারত ২০১২ সাল থেকে পরবর্তী ৩৫ বছর পর্যন্ত বাংলাদেশকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়। এ সম্পর্কে আরো জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদতা আমির খসরু :

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG