অ্যাকসেসিবিলিটি লিংক

গোর্খাল্যান্ড আন্দোলনকারীরা হতাশ এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বিভ্রান্ত


রবিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন গোর্খাল্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটির ৬ নেতা। কিন্তু মন্ত্রী বলেন, দাবি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলুক তারা। অথচ, রাজ্য তো স্বতন্ত্র রাজ্য গঠন নিয়ে কথাতেই রাজি নয়। এ ছাড়া, বৈঠকের আগে ২ মাসের বনধ প্রত্যাহারের কথাও বলেছে রাজ্য। রাজনাথেরও সেটাই পরামর্শ। আন্দোলনকারীরা হতাশ এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বিভ্রান্ত। আরও হতাশ পাহাড়ের মানুষ। রবিবারের বৈঠকের পরে বনধ তোলবার একটা পথ বেরোবে বলে আশা ছিল তাঁদের। ১৯৮৪ সালে সুবাস ঘিসিংয়ের আমলে ৪০ দিনের বনধ হয়েছিল আগাম জানিয়ে। এ বার হঠাৎ বনধ শুরুর পরে ৬০ দিন কেটে গেল। অথচ, সমাধানের আলো দেখা যাচ্ছে না।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG