অ্যাকসেসিবিলিটি লিংক

রাজ্যপালদের প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে


supreme court India
supreme court India

গত ডিসেম্বর মাসে অরুণাচল প্রদেশে কংগ্রেসের নবম টুকি সরকারকে অপসারণ করেছিলেন রাজ্যপাল জে পি রাজখোয়া। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যপালকে তীব্র ভর্তসনা করে টুকি সরকারকে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। তার সঙ্গে সব রাজ্যের রাজ্যপালদের প্রতি নির্দেশে বলে দিয়েছে, রাজনৈতিক দলগুলির নিজস্ব বিবাদ ও দল ভাঙানোর প্রক্রিয়ায় রাজ্যপালেরা কখনই যেন মাথা না ঘামান। যতক্ষণ না কোনও সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে, ততক্ষণ রাজ্যপালেরা কিছুই করতে পারেন না। এমনকি বিধায়ক কেনা-বেচার মত অনৈতিক কাজ চলছে জানলেও রাজ্যপালেদের হস্তক্ষেপের অধিকার দেয় নি সংবিধান। যা কিছু ঘটবার, তা ঘটতে হবে একমাত্র বিধানসভায়। শীর্ষ আদালতের রায়ে টুকি সরকার ক্ষমতায় ফিরে এলেও দিন কয়েকের মধ্যেই অরুণাচল বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। শোনা যাচ্ছে, টুকির বদলে অন্য কোনও নেতাকেও মুখ্যমন্ত্রির দায়িত্ব দিতে পারে কংগ্রেস।

সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG