অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয়দের মাথাপিছু গড় আয় বাড়াতে চান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর


APTOPIX India Davos Inequality
APTOPIX India Davos Inequality

ভারতীয়দের মাথাপিছু গড় আয় মাত্র দেড় হাজার ডলার। এর মধ্যেও কিছু মানুষ কঠোর দারিদ্র্যে দিন অতিবাহিত করেন, আর, কিছু মানুষ বিলাস-বৈভবে দিন কাটান। এই বাস্তবতাকে স্মরণ করিয়ে দিয়ে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন বলেছেন, ভারতীয়দের গড় মাথা পিছু আয় অন্তত ছয় থেকে সাত হাজার ডলারে না পৌঁছলে দারিদ্র্যের কষ্ট ঘুচবে না। সেখানেও কেবল আয়ের গড়ের হিসেব দেখলে চলবে না, ওই আয় যেন সব মানুষের কাছেই কম-বেশি পৌঁছয়। সিঙ্গাপুরের মানুষদের মাথা পিছু গড় আয় ৫০ হাজার ডলার। তেমন আয়ের উচ্চতায় অদূর ভবিষ্যতে পৌঁছনোর কথা এখন ভাবছেন না রাজন। আগে তো দারিদ্র্যমুক্তি ঘটুক। ভারতীয়রা মধ্যবিত্ত হয়ে উঠুন। গভর্নরকে কেউ কেউ সমালোচনা করেছেন, ধার দেওয়ার সুদের হার যথেষ্ট না কমানোর জন্য। রাজন কিন্তু সাবধানী। দুম করে সুদ অনেকটা কমিয়ে দিলেই শিল্প-বাণিজ্য পরিচালকেরা প্রচুর ধার করে নিজেদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে অর্থনীতির দ্রুত বৃদ্ধি ঘটাবেন, এমন তত্বে তিনি বিশ্বাসী নন। তবে রিজার্ভ ব্যাঙ্ক যতটা সুদ কমিয়েছে, তার ভিত্তিতেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলি সুদ কমাতে পারে বলে তাঁর মত।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG