ভারতের পশ্চিম প্রান্ত মুম্বই বিমান বন্দর থেকে গ্রেফতার করা হল এক সন্দেহভাজন আইসিস জঙ্গিকে। আবু জায়েদ নামে ওই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন শাখা। সংশ্লিষ্ট সূত্রের খবর, দুবাইয়ে আইসিস-এর একটি মডিউলের সঙ্গে যুক্ত ছিল আবু জায়েদ। পশ্চিম উত্তরপ্রদেশের বহু যুবককে জঙ্গিগোষ্ঠীতে যোগদানে উদ্বুদ্ধ করেছিল সে। উত্তরপ্রদেশ পুলিসের হাতে ধৃত বহু সন্দেহভাজন জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল জায়েদের। তার গতিবিধির উপর বহুদিন ধরেই নজর রাখছিল পুলিস। অবশেষে রবিবার দুবাই থেকে ফেরা মাত্রই মুম্বই বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত বলা যেতে পারে গত সপ্তাহেই কেরলের কান্নুর থেকে গ্রেফতার করা হয় পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে। আইসিসে যোগ দিতে সিরিয়া যাচ্ছিল তারা বলে দাবি গোয়েন্দাদের। পাশাপাশি গুজরাট সন্ত্রাস দমন শাখা গ্রেফতার করে আরও দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে।