অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত জাপান ঐতিহাসিক পরমাণু চুক্তি


টোকিওতে ভারত আর জাপানের দুই প্রধানমন্ত্রি-নরেন্দ্র মোদি ও শিনজো অ্যাবে এক ঐতিহাসিক পরমাণু চুক্তি সই করলেন। এর বদৌলতে জাপানী মালিকানার দুই মার্কিন কোম্পানী ওয়েস্টিংহাউস ও জেনারেল ইলেকট্রিক - ভারতকে পরমাণু রিঅ্যাক্টর বিক্রি করতে পারবে। দেশে পরমাণু বিদ্যুত উতপাদনের জন্য এই রিঅ্যাক্টর প্রয়োজন। তবে এর বিনিময়ে জাপানের কাছে ভারত স্পষ্ট প্রতিশ্রুতি দিল যে, তারা আর ভবিষ্যতে পরমাণু বিস্ফোরণ ঘটাবে না।

ভারত সর্বশেষ পরমাণু বিস্ফোরণটি ঘটিয়েছিল বিজেপি প্রধানমন্ত্রি অটলবিহারী বাজপেয়ীর আমলে সেই ১৯৯৮ সালে। কিন্তু এই প্রথম ভারত আর বিস্ফোরণ না ঘটানোর স্পষ্ট প্রতিশ্রুতি দিল। এর ফলে আরও একটি সুবিধে হবে ভারতের - আন্তর্জাতিক পরমাণু বাণিজ্যে অধিকারী দেশগুলির গোষ্ঠী - নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ-এ প্রবেশের জন্য অনুরোধ করতে পারবে। দীর্ঘ দিন ধরেই ২২ দেশের এই গোষ্ঠীতে প্রবেশাধিকারের জন্য চেষ্টা চলেছে ভারত। অবশ্য এখনও বাধা হয়ে রয়েছে চিন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG