অ্যাকসেসিবিলিটি লিংক

সিমি'র ৮ জঙ্গীর মৃত্যুকে ঘিরে ভারতে চলছে বিতর্ক


ভারতে সোমবার ভূপালের জেল থেকে পলাতক আট জন সিমি জঙ্গীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ঐ ৮ জনেরই মৃত্যু ঘিরে ঘোর বিতর্ক শুরু হয়েছে।

বিরোধীদের সন্দিগ্ধ প্রশ্ন, সত্যি কি সংঘর্ষ হয়েছিল, নাকি পুলিশ ওদের হাতের কাছে পেয়ে গুলি করে হত্যাই করেছে? বিশেষত ঐ তথাকথিত সংঘর্ষের যে একটি ভিডিও ক্লিপ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে, তাতে মনে হচ্ছে জঙ্গীরা আত্মসমর্পণ করতে চাইছিল। তাহলে তাদের পুলিশ হত্যা করলো কেন?

সরকারের জবাব, ঐ ক্লিপ যে খাঁটি, তার কি প্রমাণ? বিজেপি বলছে, জঙ্গীদের হাতে নিহতদের চেয়ে খোদ জঙ্গীদের ওপরই বিরোধীদের বেশি দরদ।

অতীতে গত শতকের সত্তরের দশকে নকশাল বন্দী ও সন্দেহভাজনদের পুলিশের গুলিতে মৃত্যুকেও ঠাণ্ডা মাথায় হত্যা বলে অভিযোগ ছিল।

এখন কেউ চাইছেন বিচারবিভাগীয় তদন্ত, কেউবা দাবি তুলেছেন সিবিআই তদন্তের। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:09 0:00

XS
SM
MD
LG