অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে জাতীয় শ্রমনীতি প্রবর্তনের কথা চিন্তা করা হচ্ছে


ভারতে গৃহকর্মে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে একটি জাতীয় শ্রমনীতি প্রবর্তনের কথা ভাবা হচ্ছে বলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন।

সোমবার লোকসভায় এক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার বলেন, এই মুহূর্তে ভারতে অন্তত পঞ্চাশ লক্ষ মানুষ গৃহকর্মে নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে পরিচারক-পরিচারিকা থেকে শুরু করে রাঁধুনি, গাড়ি চালক, মালি ইত্যাদি নানা ধরনের কর্মী আছেন, কিন্তু তাঁরা সকলেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমদান করেন।

কেন্দ্রীয় সরকার যে জাতীয় শ্রমনীতির কথা ভাবছে, তা প্রবর্তিত হলে এঁরা উপকৃত হবেন। এঁদের বেতনে সামঞ্জস্য আসবে, সংগঠিত ক্ষেত্রের মতো সবেতন ছুটি ও চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। সর্বোপরি দায় থাকবে গৃহকর্তা ও কর্ত্রীদের। তবে বিরোধীরা লোকসভাতেই এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, এটা শুনতে যতই ভাল লাগুক এই নীতি কার্যকর করা কঠিন হবে।

যেমন ভারতে বহু বছর ধরে শিশু শ্রম বিরোধী আইন প্রচলিত থাকলেও বাড়িতে বা ছোট দোকানে ও ছোট কারখানায় শিশুদের রীতিমতো শ্রমসাধ্য কাজে লাগানো হয়। মালিকের নির্যাতনের শিকারও হতে হয় তাদের। আইন ভাঙার জন্য কঠোর শাস্তি না হলে আইন করে লাভ নেই।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:56 0:00

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG