অ্যাকসেসিবিলিটি লিংক

অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতির শাসন জারির ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে


ঠিক এক দশক আগে বিহারের বিজেপি মন্ত্রিসভাকে বরখাস্ত করে রাষ্ট্রপতির শাসন জারি করেছিল কেন্দ্রের তদানীন্তন কংগ্রেস সরকার। আর এখন অরুণাচল প্রদেশের কংগ্রেস সরকারকে বরখাস্ত করে দিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।

সুপ্রিম কোর্ট এই অভিযোগ শুনে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শুক্রবার যেন বরখাস্ত সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ এবং রাষ্ট্রপতির শাসন জারি করা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আদালতে দাখিল করে। এই মামলার পরের শুনানি হবে আগামী সোমবার।

বিষয়টি প্রথমে ছিল রাজনৈতিক বিরোধ, এখন হয়ে দাঁড়িয়েছে সাংবিধানিক মামলার বিষয়। অতীতে, বিশেষ করে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময় কেন্দ্রের বিরাগভাজন হলেই বিভিন্ন রাজ্য সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতির শাসন জারি করে বকলমে নিজের শাসন চালাত কেন্দ্র। কিন্তু আদালতের হস্তক্ষেপ বেড়েছে। উপরন্তু রাষ্ট্রপতির শাসন জারির যে কোনও নির্দেশ সংসদের লোকসভা ও রাজ্যসভায় অনুমোদন করিয়ে নেওয়ারও নিয়ম করা হয়েছে। সকলেই এখন তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সে দিকে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG