অ্যাকসেসিবিলিটি লিংক

জেনারেল রাওয়াত: ভারতে সেনাবাহিনির মধ্যে ঢুকে পড়ছে রাজনীতি


India
India

ভারতে সেনাবাহিনী রাজনীতির সঙ্গে সংস্পর্শ রাখে না। অথচ, প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানামারে সেনাদের ভূমিকা ঠিক উল্টো। সেই ঐতিহ্য কি বদলে যাওয়ার ইঙ্গিত দেখছেন দেশের সেনাপ্রধান, জেনারেল বিপিন রাওয়াত? এক আলোচনা সভায় রাওয়াতের মন্তব্য, সেনাবাহিনির মধ্যে ঢুকে পড়ছে রাজনীতি। উল্লেখ্য, প্রাক্তন সেনাপ্রধান ভি.পি. সিং অবসরের পরে বিজেপি-তে যোগ দেন ও এখন তিনি কেন্দ্রে মন্ত্রিৱও। তবে তাঁর কথা রাওয়াত বোঝাতে চেয়েছেন কিনা, বলা শক্ত। তিনি বলেন, অতীতে কিন্তু সেনারা রাজনীতি ও মহিলাদের নিয়ে আলোচনা করত না। কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছেএ সব রীতি। সেনাপ্রধানের সাফ কথা, রাজনীতি থেকে দূরে থাকলেই সেনারা ভাল কাজ করতে পারে।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG