অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মারা গেছেন


ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার রবিবার শেষ রাতে মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

কর্ণাটকের বেঙ্গালুরু লোকসভা কেন্দ্র থেকে বিজেপি'র হয়ে পাঁচবার জয়ী হন অনন্ত কুমার। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে প্রশাসনিক জীবন শুরু করে নরেন্দ্র মোদীর মন্ত্রীসভাতেও দু'দুটি দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রক এবং রাসায়নিক ও সার। দ্বিতীয় দফতরের ভার নিয়েই তিনি ইউরিয়ার ওপরে নিমের প্রলেপ দিয়ে এমন একটি সুলভ সারের প্রবর্তন করেন, যাতে ভারতের সার আমদানি খাতে প্রচুর টাকা বেঁচে যায়।

কয়েক মাস আগে তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। নিউইয়র্ক ও লন্ডনে চিকিৎসা করেও লাভ হয়নি। দেশে ফিরে তিনি বেঙ্গালুরুতেই ছিলেন। গত কয়েকদিন ছিলেন ভেন্টিলেশনে। রবিবার রাত ২টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

কর্ণাটক সরকার তাঁর মৃত্যুতে তিন দিনের শোক পালন করবে। আগামী কাল অনন্ত কুমারের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG