অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, চীনে লক্ষ্যস্থলে তা আঘাত হানতে পারবে


India Missile
India Missile

ভারত, সাফল্যের সঙ্গে তাদের চতুর্থ পারমানবিক সক্ষম, আন্ত মহাদেশীয় অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র ৫হাজার কিলোমিটার দুরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। কার্যত চীনের উত্তরাঞ্চলের প্রান্তিক এলাকা এখন ভারতের পারমানবিক অস্ত্রের লক্ষ্য স্থলের নাগালের মধ্যে।

১৭.৫ মিটার দীর্ঘ ৫০ টন ক্ষেপণাস্ত্র, সোমবার উড়িষ্যা উপকূলের কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়। অস্ট্রেলিয়ার জল সীমায় গিয়ে সেটা পড়ে।

নতুন দিল্লীর প্রতিরক্ষা গবেষণা সংস্থার অজয় লেলে বলেন পরীক্ষা এটা নিশ্চিত করেছে যে অগ্নি ৫ ব্যবহারোপযোগী।

XS
SM
MD
LG