অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদী ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন


India's new prime minister Narendra Modi, center, signs after taking the oath of office at the presidential palace in New Delhi, India, Monday, May 26, 2014. Modi's inauguration is the first to which India invited leaders from across South Asia. (AP Phot
India's new prime minister Narendra Modi, center, signs after taking the oath of office at the presidential palace in New Delhi, India, Monday, May 26, 2014. Modi's inauguration is the first to which India invited leaders from across South Asia. (AP Phot
নরেন্দ্র মোদী ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনে তাঁর ভারতীয় জনতা পার্টি কংগ্রেস দলকে পরাজিত করে। গত ১০ বছর কংগ্রেস বিশ্বের সব চাইতে বৃহৎ গণতন্ত্রে নেতৃত্ব দিয়েছে।

নতুন দিল্লীতে এক অনুষ্ঠানে মি মোদী শপথ নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শারিফ সহ বিশ্বের নেতারা ও বিশিষ্ট গন্যমান্য ব্যাক্তিরা ওই অনুষ্ঠানে যোগ দেন।

এই প্রথম প্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্রের সমস্যাকবলিত ইতিহাসে, একজন পাকিস্তানি নেতা ভারতীয় প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন।

শ্রী লঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল এবং মরিশাস এর নেতারাও অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী জাপানে সফরে গেছেন এবং তার প্রতিনিধিত্ব করেন সংসদের স্পিকার।
XS
SM
MD
LG