অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ছত্তিশগড়ে সেনাদের বাসে মাওবাদীদের হামলা


Chhattisgarh state, India
Chhattisgarh state, India

ছত্তিশগড়ের বিজাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে সেখানেজওয়ান সমেত বাসে নাশকতা ঘটাল মাওবাদীরা। বিজাপুর-ভোপালপটনম রোডে টহল দেওয়া সিআরপিএফ বাহিনীকে টার্গেট করেও মাওবাদীরা দুটি আইইডি বিস্ফোরণ ঘটায়, গুলি চালায়। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ।

প্রায়তিরিশ জন জওয়ানকে নিয়ে যাচ্ছিল একটি বাস। তার ওপর আইইডি হামলা চালাল মাওবাদীরা। এই হামলায় নিহত হন দুজন। জখম হয়েছেন পাঁচজন।ছত্তিশগড়ের বিজাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালেসেখানে নাশকতা ঘটাল মাওবাদীরা।জওয়ানদের নিয়ে যাওয়া বাসে আইইডি হামলা করা হয় রায়পুর থেকে প্রায় চারশো পঞ্চাশকিমি দূরে গোডমা গ্রামে। জওয়ানরা তখন মাওবাদী দমন অভিযানে যাচ্ছিলেন এমনটাই জানিয়েছে পুলিশ। এইহামলার ঘটনায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুজন জওয়ান নিহত ও পাঁচ জন জখম হন বলে জানান এক পুলিশ কর্তা। বিস্ফোরণে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মূলত সামনের আসনে বসে থাকা সওয়ারীরাই নাশকতায় ক্ষতিগ্রস্ত হন।ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। জখম জওয়ানদের পাঠানো হয়েছে বিজাপুরের হাসপাতালে।প্রসঙ্গত বলা যেতে পারে আগামী চোদ্দোই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন বিজাপুর সফরে। তার আগেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে জঙ্গলে জঙ্গলে। অনুসন্ধান- তল্লাশিও চালাছে নিরাপত্তাবাহিনী।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG