পাঠানকোট বায়ূসেনা ঘাঁটি জঙ্গি হামলার পর পাকিস্তানের বিশেষ তদন্তকারী এদেশে তদন্ত করতে এসে ভারত কে জানিয়ে দিয়ে গেল পাঠান কোট বায়ূসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার তদন্ত করতে ভারতের জাতীয় তদন্ত কারী সংস্থা পাকিস্তানে স্বাগত। সেখানে সব রকম সাহায্য করা হবে ভারতীয় তদন্তকারী দলকে। এন আই এ'র ডিরেক্টর জেনারেল শরদ কুমার সংবাদ মাধ্যমের কাছে বলেছেন অবশেষে তদন্ত কারী পাকিস্তানে যাবে তবে কবে যাবে তা এখনো ঠিক হয়নি।পরমাশিস ঘোষায়ের রিপোর্ট: